মোংলায় মাছ শিকারকালে ভারতীয় ১১ জেলে আটক, কারাগারে প্রেরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আবারও ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। রোববার সকাল ৭টার দিকে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নৌ বাহিনীর জাহাজ বিএনএস কপোতাক্ষ টহল দেবার সময় এফ,বি হারা পার্বতী নামক একটি ট্রলারসহ ওই জেলেদের আটক করে।
আটক জেলেরা হলো- সিদ্বিরশর জানা (৫৪), শ্রী কৃষ্ঞ দাস (৫৩), দিপক বাড়ই (৩৫), রামকৃষ্ঞ দাস (৩০), হরিপ্রধান (৫৭), সুভাষ পাল (৫২), মাইনু হানবেগ (৫৮), পিন্টু মন্ডল (৪৮), জন্টু মৃধা (৫৫), প্রদিপ পাল (৩৫) ও গোকুল দলপতি (৩৭)। এ সকল জেলেদের বাড়ী ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার নামখানা থানার বিভিন্ন গ্রামে। পরে নৌবাহিনী আটক জেলেদেরকে সোমবার দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করলে পুলিশ তাদেরকে বাগেরহাট আদালতে পাঠায়। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধূরী জানান, আটক জেলেদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরর পরে আদালদের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলার দিগরাজ নৌ ঘাঁটির পিওআর (জি) এম ইমান আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করেন।
উল্লেখ্য, এর আগে গত ১ অক্টোবর (মঙ্গলবার) ১৫ জন এবং ৪ অক্টোবর (শুক্রবার) ২৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। তারা এখন বাগেরহাট জেলে হাজতবাস করছেন।