May 10, 2025
আঞ্চলিক

মোংলায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার শহরতলীতে সন্ধ্যা রানী ঘোষ (৭০) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার পুলিশ। গতকাল বুধবার সকালে পৌর শহরতলীর শেহলাবুনিয়ার বটতলা এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। মাটিতে পা লাগানো ও জাম গাছের ডালের সাথে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর একমাত্র ছেলে ধ্র“ব ঘোষের বাসা থেকে পার্শবতী মেয়ে চিন্তা রানী মন্ডলের বাড়ীতে যায় সন্ধ্যা রানী। ছেলের বাসায় না এসে রাতের খাওয়া দাওয়া সেরে সেখানেই ঘুমিয়ে থাকে সে। সকালে পথচারীরা তাকে গাছের সাথে ঝুলানো অবস্থায় দেখে পরিবার ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। দুপুরে বৃদ্ধার মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট মার্গে পাঠায় পুলিশ। মৃতদেহের প্রাথমিক সুরতহাল হলেও ময়নাতদন্ত ছাড়া এ বিষয় মন্তব্য কিংবা কথা বলতে রাজি হয়নি পুলিশ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *