মোংলায় বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্প চালু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
লবনাক্ত অঞ্চল মোংলায় বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় ব্যতিক্রমী ‘নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ উদ্বোধন করা হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাক এর জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রগ্রামের ব্যবস্থাপনা ও অর্থিক সহায়তায় মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে স্থাপিত এ প্রকল্পটি প্রতি ঘন্টায় ১ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহে সক্ষম। প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এ প্রকল্প হতে প্রথম পর্যায় কলেজের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় প্রায় ৩ শতাধিক পরিবারের বিশুদ্ধ খাবার পানি চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রকেল্পর উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ু বিষায়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময় মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি, কলেজ অধ্যক্ষ মোঃ সেলিম সহ এনজিও ব্র্যাকের পদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বেসরকারি সংস্থা ব্র্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের প্রগ্রাম ম্যানেজার নাসরিন জাহান জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবন উপকুলীয় অঞ্চলে লবনাক্ততা ক্রমেই বাড়ছে। তাই উপকূলীয় জনপদে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে নারী ও শিশুরা নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। বিশুদ্ধ পানির এ সংকট মোকাবেলায় উপক‚লীয় অঞ্চলে নানা প্রযুক্তি ও পরিকল্পনা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।