মোংলায় বিদেশী হুইস্কিসহ পাচারকারী আটক
মোংলা প্রতিনিধি
মোংলায় বিদেশী হুইস্কিসহ মহিদুল হাওলাদার (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ১০ টায় পৌর শহরের বাগেরহাট জেটি এলাকা থেকে ২ বোতল হুইস্কী সহ হাতে নাতে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মোংলা থানার উপ-পুলিশ পরিদর্শক আকরাম হোসেন জানান, এটিএসআই সন্তোষ বসু কুমারসহ টহলরত পুলিশ মাদক পাচারকারী মহিদুলের গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশী চালিয়ে ২ বোতল স্কটল্যান্ডের হুইস্কি পায়। এ ঘটনায় দু’জনকে আসামী করে মোংলা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সংঘবদ্ধ মাদক চোরাকারবারী চক্র বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে বিভিন্ন সময় বিদেশী মদ পাচার ও কালোবাজারে বিকিকিনি করে আসছে।