মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশী মদসহ ৫ জন আটক
দ. প্রতিবেদক
মোংলায় ২৬ বোতল বিদেশী মদসহ পাঁচজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিনগত রাত ৮ টায় বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি টহল দল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে ২৬ বোতল হুইস্কী ও বিয়ারসহ শ্রীপ্রতি মন্ডল রায় (৪৮). মাধব অধিকারী (১৯), পিংকু গাইন (৩০), আফতাফ খলিফা (২০) ও শিব সংকর (১৮) নামের ৫ জনকে আটক করা হয়। পরে রাতেই হুইস্কী বিয়ারসহ আটককৃত ব্যক্তিদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে থানায় মামলা করেছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি মেনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।