January 22, 2025
আঞ্চলিক

মোংলার পল­ী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারীর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের এক মাঠ

সহকারীর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের টাকা

আত্মসাৎসহ সরকারি কর্মকর্তা সেজে অনায়াসে চাকুরী প্রার্থীদের

সার্টিফিকেট ও ছবি সত্যায়িতও করছেন তিনি। তার এমন কর্মকান্ডে

বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ইতিমধ্যে

প্রকল্পের ভুক্তভোগী সদস্য ও প্রতারিতরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ

উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব ও অসহায়দের

স্বাভলম্বি করার লক্ষে গঠন করে আমার বাড়ি আমার খামার প্রকল্প। এই প্রকল্পে

সুন্দরবন ইউনিয়নের মাঠ সহকারি হিসেবে ২০১৩ সালে ডিসেম্বর মাসে

যোদ দেন মোঃ মাসুদ শেখ। এই ইউনিয়ের বিভিন্ন সদস্যের অভিযোগ মোঃ

মাসুদ শেখ ২০১৬ সালে অডিটের কথা বলে পাশ বই তাদের কাছ থেকে নিয়ে

আসে। এরপর অধিকাংশ বই এই মাঠ কর্মী আর ফেরত না দিয়ে সঞ্চয় ও ঋনের

টাকা গ্রহণ করেন কিন্তু তা পাশ বইতে আর তোলা হয়নি। এই ভাবে প্রায় ২

বছরের অধিক সময় ধরে চলে আসছে। সম্প্রতি সুন্দরবন ইউনিয়নের মাঠ

সহকারি মোঃ মাসুদ শেখ কাছে সদস্যরা পাশ বই ফেরত চাইলে আসল ঘটনা

বেড়িয়ে আসে এবং একের পর এক টাকা আত্মসাৎ করার অভিযোগ ইউনিয়নের

চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে পড়তে থাকে।

এ ব্যাপারে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্য দুলাল রায় জানান, আমি

৩টি ছাগল বিক্রি করে ঋনের টাকা জমা করেছে। পাশ বই ফেরত নেওয়ার পর দেখতে

পাই আমার জমাকৃত সঞ্চয় ও ঋনের জমা হয়নি কিন্তু অন লাইনে জমা আছে। এর

পরেও পুনরায় টাকা দাবি করলে আমি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন

মহলে অভিযোগ দাখিল করি। অভিযোগ দাখিলের পরেই আমার টাকা বইতে তুলে

দেন।

এ ব্যাপারে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্য বুলু বেগম ও ছবি বেগম

জানান, সঞ্চয় ও ঋনের টাকা গ্রহন করেও জমা না করার কারনে আমরা বিভিন্ন

মহলে লিখিত অভিযোগ দাখিল করেছি। এর পর মাঠ কর্মী মাসুদ শেখ টাকা

বুঝিয়ে দেয়ার কথা বলে এবং মিট মিমাংসার কথা জানিয়ে কাগজে সই রেখে

দেন। পরে জানতে পারি ওই কাগজে বিভিন্ন লোকের নামে উল্টো মিথ্যা

অভিযোগ লিখে দাখিল করেছেন।

এ বিষয় গত রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২০ থেকে

২৫ জন ভুক্তভোগী সদস্য মাঠ কর্মী মাসুদের বিরুদ্ধে টাকা আত্মসাতের

মৌখিক অভিযোগ দেন। অপর দিকে সরকারি কর্মকর্তা সেজে অনায়াসে

চাকুরী প্রার্থীদের সার্টিফিকেট ও ছবি সত্যায়িতও করার বিষয়টি উপজেলা

নির্বাহী অফিসারের কাছে সত্যতা স্বীকার করেন ।

 

সুন্দরবন ইউনিয়ন পরিষদের মেম্বর তাপস হালদার জানান, আমার বাড়ি আমার

খামার প্রকল্পের মাঠ সহকারি মাসুদ শেখের বিরিুদ্ধে একের পর এক ভুক্তভোগীরা

অভিযোগ দিচ্ছেন তাদের কাছে ।

মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন জানান, মাঠ

সহকারি মাসুদ শেখের বিরিুদ্ধে বিভিন্ন লোক টাকা আত্মসাতের

অভিযোগ দিচ্ছেন। তিনি বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার

কে অনুরোধ করেছেন।

এ বিষয় মোংলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নান জানান,

অভিযুক্ত মাঠসহকারী মোঃ মাসুদ শেখকে কারন দর্শনে হয়েছে। পরবর্তীতে

ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *