December 24, 2024
জাতীয়

মেহেরপুরে মাদকের আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলায় মাদক মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর জানিয়ে পুলিশ বলেছে, ওই লাশের পাশে পাওয়া গেছে গাঁজার পোটলা। নিহত ফজলুর রহমান ওরফে ফজু (৪৫) গাংনী উপজেলার কাজিপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। মাদক বিক্রির অভিযোগে তার নামে গাংনি থানায় একাধিক মামলা রয়েছে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলছেন, বুধবার রাত আড়াইটার দিকে হাড়াভাঙ্গা গ্রামে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলিতে ফজলুর মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।  তিনি বলেন, হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে মাদক কারবারীদের দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, পাশেই ছিল একটি ওয়ান শুটারগান ও এক কেজি গাঁজার একটি পোটলা। স্থানীয়রা নিহত ব্যক্তিকে ফজলুর রহমান ফজু হিসেবে শনাক্ত করার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ফজলুর লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *