মেহেরপুরে ‘দুই পক্ষের গোলাগুলিতে’ মামলার আসামি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলায় অধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলিতে নয় মামলার এক আসামি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, উপজেলার কসবা কচুইখালি মাঠে শুক্রবার রাত আড়াইটার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম (৩০) কসবা গ্রামের ওসমান আলির ছেলে।
পুলিশের ভাষ্য,মনিরুলের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদকের মোট নয়টি মামলা রয়েছে। জেলার ‘শীর্ষ সন্ত্রাসীদের’ তালিকায় তার নাম রয়েছে।
ঘটনার বর্নণায় ওসি বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইদল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মনিরুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।