মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানের গোলে শীর্ষস্থানে বার্সেলোনা
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আন্তনিও গ্রিজম্যানকে নিয়ে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ গড়েছে বার্সেলোনা। এবার কাতালানদের এই ত্রয়ীর হাত থেকে নিস্তার পায়নি এইবার। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচে এইবারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার চলতি মৌসুমের শীর্ষস্থানে বসেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
এইবারের বিপক্ষে গোল পেয়েছেন মেসি-সুয়ারেজ-গ্রিজম্যান। শুরুটা গ্রিজম্যানের হাতে। ১৩ মিনিটে ক্লেমেন্ট ল্যাঙ্গলেটের পাস থেকে লা লিগা চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। এগিয়ে থেকে প্রতিপক্ষকে আরো বেশি চেপে ধরে কাতালানরা। অবশ্য তারা প্রথমার্ধ শেষ করে এক গোলে এগিয়ে থেকে।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে বার্সা। সেই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে গ্রিজম্যানের পাস থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৬৬ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করান সুয়ারেজকে দিয়ে। ম্যাচের বাকি সময় ৩-০ গোলের ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় ভালভার্দের দল।
এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেছে গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।