November 27, 2024
খেলাধুলা

মেসির আরও এক রেকর্ড

কোপা দেলে রের এবারের ফাইনাল মেসির জন্য বিশেষ এক ম্যাচ হয়ে থাকবে। ম্যাচটি জিতে বার্সেলোনার জার্সিতে শুধু ৩৫তম শিরোপা হাতে তোলাই নয়, টুর্নামেন্টের একটি বড় রেকর্ডও ভেঙেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

অ্যাথলেতিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে বার্সেলোনার শিরোপা জেতার পথে শেষ ২টি গোল করেছেন মেসি। এই জোড়া গোল তাকে কোপা দেল রে ফাইনালের ইতিহাসে শীর্ষ গোলদাতা (৯ গোল) বানিয়ে দিয়েছে। মেসির আগে রেকর্ডের মালিক ছিলেন বিলবাওয়েরই স্প্যানিশ কিংবদন্তি তেলমো জারা।

এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ালো ৩১-এ। এখনও লা লিগার কয়েকটি ম্যাচ হাতে আছে। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এই মৌসুমের কোপা দেল রের শিরোপা বার্সার হয়ে মেসির ৩৫তম এবং দুই বছরের মধ্যে প্রথম। ২০১৮ সালের আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ড বুঝে পাওয়ার পর এটাই তার প্রথম কোপা দেল রে শিরোপা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *