November 29, 2024
খেলাধুলা

মেসিকে ঘিরেই দল সাজাবেন কোম্যান

বার্সেলোনায় এখন যে ঝড় চলছে তা থামাতে খুব শিগগিরই নতুন কোচ নিয়োগ দিতে চান হোসে মারিয়া বার্তমেউ। নতুন কোচ হিসেবে রোনাল্ড কোম্যানের নামও নিশ্চিত করেছেন বার্সা প্রেসিডেন্ট।

সেই সঙ্গে জানিয়ে দিলেন, কোম্যানের পরিকল্পনার মূল খুঁটি হবেন লিওনেল মেসিই।

সাম্প্রতিক ব্যর্থতার জেরে কোচ কিকে সেতিয়েনের পর মঙ্গলবার (১৮ আগস্ট) ক্রীড়া পরিচালক এরিক আবিদালকে বরখাস্ত করেছে বার্সা। এর একদিন পরেই বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তমেউ জানিয়েছেন, সম্ভাব্য নতুন কোচ কোম্যান মেসিকে ক্যাম্প ন্যুয়ে ধরে রাখার দাবি জানিয়েছেন। কথায় কথায় মেসির নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন তিনি।

বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘সে (মেসি) বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চায়। কোম্যান বলেছেন তার পরিকল্পনার মূল খুঁটি হবে মেসি। তার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালে। আমি তার সঙ্গে নিয়মিত কথা বলি এবং সে জানে এখানে একজন নতুন কোচ আসছে। আমরা সবাই এখন হতাশ, কিন্তু নতুন পরিকল্পনা আমাদের উজ্জীবিত করছে। তার (মেসির) বাবা জানিয়েছেন যে তারা খুব হতাশ। ঠিকই আছে, কিন্তু এখন আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। এখন মানসিকতা বদলানোর সময়। ’

কোম্যানের সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত না হলেও এই তিনিই যে বার্সার সেরা পছন্দ তা সরাসরি জানিয়ে দিলেন বার্তমেউ, ‘সবকিছু ঠিক থাকলে, তিনিই (কোম্যান) পরবর্তী মৌসুমে বার্সার কোচ হবেন। তিনি আমাদের দর্শন সম্পর্কে ভালো করেই জানেন এবং ক্লাবের খেলার ধরনে তার বিশ্বাস আছে। প্রথমেই তাকে অধিনায়কদের সঙ্গে বসতে হবে। গত ডিসেম্বরে আমরা কয়েকজন কোচের সঙ্গে কথা বলেছিলাম, তখন আমি অস্বীকার করেছিলাম, কিন্তু এখন আমি এর ব্যাখ্যা দিতে পারব। ’

তিনি আরও বলেন, ‘কোম্যান আমাদের বলেছিলেন যে ইউরোর আগে নেদারল্যান্ডসের প্রতি তার কিছু দায়িত্ব রয়ে গেছে। তার সঙ্গেই আমরা সবার আগে যোগাযোগ করেছিলাম। বার্সার কোচ হওয়াটা কোম্যানের কাছে স্বপ্নের মতো ব্যাপার। ’

বায়ার্নের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর সেতিয়েনকে বরখাস্ত করা হলেও সমর্থকদের অভিযোগের আঙুল কিন্তু বার্তমেউ ও তার বোর্ডের দিকেও তাক করা। এই অভিযোগের জবাবে তিনি বলেন, ‘দায়িত্বটা সবাইকেই নিতে হবে। সবচেয়ে বেশি দায় অবশ্যই বোর্ড পরিচালক ও প্রেসিডেন্টকে নিতে হবে। লিসবনের ওই ফলাফলের দায় আমাদের সবার। ’

নিজের কাঁধে দায় নিতে নারাজ বার্তমেউ বলেন, ‘(গত মৌসুমে) লিভারপুল ম্যাচের পর আমি ভেবেছিলাম আর্নেস্তো ভালভার্দে ও তার শিষ্যদের ওপর ভরসা রাখাই ভালো হবে। আমি সবার সঙ্গে কথা বলেছিলাম এবং মনে করেছিলাম আমরা সেসব খেলোয়াড় ও কোচদের যথেষ্ট সুযোগ দিয়েছি। তখন নতুন কাউকে দরকার এমনটা মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে দরকার। খেলোয়াড়, স্টাফ এবং নির্বাহীরা সব জানতো। কিন্তু দায়টা এখন শুধু প্রেসিডেন্টের। ’

তিনি আরও বলেন, ‘আমাদের ফুটবলীয় সমস্যা চলছে, কোনো প্রাতিষ্ঠানিক সমস্যা কিংবা ধরনের সমস্যা নয়। মডেল এবং খেলার ধরন একই। আমাদের এখন শক্তি বাড়িয়ে শরীরী ফুটবলে মনোযোগ দিতে হবে। আমাদের প্রতিভা এবং ফুটবলীয় আইডিয়া দরকার, কিন্তু আমাদের অন্যান্য শারীরিক ব্যাপারগুলোতেও মনোযোগ দিতে হবে যা আগে গুরুত্ব দেওয়া হয়নি। ’

সেতিয়েনকে বরখাস্ত করার পর থেকেই ক্লাবে পুরনো খেলোয়াড়দের অনেকের বিদায়ঘণ্টা বাজার কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারে বার্তমেউ বলেন, ‘দারুণ একটা প্রজন্ম পার করেছি আমরা। আমরা তাদের সঙ্গে অনেক শিরোপা জিতেছি। আমি কাউকে ছোট করতে চাই না। যারা আমাদের বিশ্বের সেরা ক্লাব বানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। প্রায় এক যুগ তারা আমাদের সাফল্য এনে দিয়েছে। এখন সম্মানের সঙ্গে কয়েজনের বিদায় বলার সময় এসে গেছে। সাফল্য পেতে দলে বড় পরিসরে পরিবর্তন আনা হবে। অ্যানফিল্ড (লিভারপুলের মাঠ) কাণ্ডের পর এটা করা দরকার ছিল। কিন্তু আমরা কোচ এবং খেলোয়াড়দের আরও সুযোগ দিয়েছি। ’

‘মনে রাখতে হবে গত মৌসুমে আমরা লা লিগার শিরোপা জিতেছিলাম, কোপা দেল রের ফাইনালে উঠেছিলাম এবং চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলেছি। ফলে রদবদল মানে শুধু খেলোয়াড় বদলানো নয়, বরং দলের গঠনে পরিবর্তন আনা। নতুনত্ব আসবে গভীর থেকে। বার্সার অর্থ আছে, কিন্তু সমস্যা হলো বেতন। করোনায় আমাদের আয় কমে গেছে, ফলে নতুন খেলোয়াড় আনার জন্য বাকিদের বেতনে হাত দিতে হবে। আগামী মৌসুমে আমাদের ৩২০ মিলিয়ন ইউরোর ক্ষতি হবে,’ শেষ করেন বার্সা প্রেসিডেন্ট।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *