মেননের বক্তব্যের সঙ্গে ১৪ দলের কোনো সম্পর্ক নেই : নাসিম
দক্ষিণাঞ্চল ডেস্ক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে। ১৪ দলের সঙ্গে তার এ বক্তব্যের কোনো সম্পর্ক নেই। তবে তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে এমন মন্তব্যও কাম্য নয়। এটা অত্যন্ত দুঃখজনক।
গতকাল রবিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। জনগণ ভোট দিয়েছেন বলেই রাশেদ খান মেনন নির্বাচিত এমপি হয়েছেন।
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে নাসিম বলেন, পঁচাত্তর পরবর্তী যেকোনো সরকারের চেয়ে শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। সম্মানিত করেছেন। তাদের জন্য মর্যাদা সম্পন্ন রাষ্ট্রীয় কোষাগারের ভাতা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দীকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী উপস্থিত ছিলেন।