November 28, 2024
জাতীয়লেটেস্ট

মেট্রোস্টেশনের গেট খুলবে সকাল সাড়ে ৭টায়, বন্ধ বেলা সাড়ে ১১টায়

ভুল মেসেজের কারণে মেট্রোরেল স্টেশনে পৌঁছে অনেককে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। কারণ অনেকে জানেন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এসময় মেট্রোরেল চলবে ঠিকই, কিন্তু স্টেশনের গেটে প্রবেশের সময়সীমা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা। তাই অনেকে বেলা ১১টা ৪০ মিনিটে এসেও মেট্রোরেলে চড়তে পারেনি।শনিবার (৩১ ডিসেম্বর) আগারগাঁও স্টেশনে অর্ধ শতাধিক যাত্রী মেট্রোরেলে চড়তে না পেরে দূর-দূরান্ত থেকে এসে ফিরে গেছেন। তাদের মধ্যে একজন সুমন শিকদার। সপরিবারে নারায়ণগঞ্জ সদর থেকে এসেছেন।

সুমন বলেন, আমরা জানি মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আমি দুপুর ১২টার ২০ মিনিট আগে এসেছি, তারপরও মেট্রোরেলে চড়তে পারিনি। অথচ গেটে দেওয়া আছে স্টেশনে প্রবেশ করার সময় সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা। একই ধরনের সময় কেন লেখা। আমাদের আগ থেকে কেন বলা হলো না সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টায় স্টেশনে প্রবেশের সময়।

স্টেশনে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মেট্রোরেলের চাকা ঘুরবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু মেট্রোরেলে প্রবেশ গেট খুলবে সকাল সাড়ে ৭টায় এবং বন্ধ হবে বেলা সাড়ে ১১টায়। কিন্তু যাত্রীরা মনে করেন সকাল ৮টা থেকে দুপুর ১২টায় গেটে প্রবেশ করতে পারবেন। প্রবেশ গেট খোলা ও বন্ধ হওয়ার তথ্য না জানায় অনেকে মেট্রোরেল প্ল্যাটফর্ম থেকে ফিরে যাচ্ছেন।মেট্রোরেল স্টেশনে কর্মরত ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ৩০ মিনিটের ভুল মেসেজের কারণে অনেকে শেষ সময়ে মেট্রোরেল স্টেশন থেকে ফিরে যাচ্ছেন। প্রচার করা উচিত মেট্রোরেলের প্রবেশ গেট খুলবে সকাল সাড়ে ৭টায়, বন্ধ হবে বেলা সাড়ে ১১টায়। কারণ মেট্রোরেলের চাকা গড়ানোর আগে যাত্রী প্রস্তুত করতে হয়। এছাড়া কিছু যাত্রী স্টেশনে থেকে যায়, এদের গন্তব্যে পৌঁছে দিতেও ৩০ মিনিট সময় হাতে রাখতে হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *