মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত ১৬
দক্ষিণাঞ্চল ডেস্ক
মেক্সিকোর জাকাতেকাস রাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৬ কয়েদি নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সিয়েনেগুইলাস শহরের ওই কারাদাঙ্গায় গুরুতর আহত হয়েছে আরও ৫জন। মঙ্গলবার দুই-আড়াই ঘণ্টার এ দাঙ্গায় কয়েদিরা একে অপরের ওপর পিস্তল ও ছোরা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। মেক্সিকোর বেশিরভাগ কারাগারগুলোতেই কয়েদির সংখ্যা উপচেপড়া; মাদক কারবারিদের প্রভাবে সেখানে প্রায়ই দাঙ্গা ও সহিংসতার ঘটনা ঘটে।
জাকাতেকাস রাজ্যের নিরাপত্তা সংস্থা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার সময় সিয়েনেগুইলাস রিজিওনাল সেন্টার ফর সোশাল রিইন্টিগ্রেশানে দাঙ্গা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে বেজে যায় ৫টা।
বন্দিদের মধ্যে একজনকে বন্দুকসহ গ্রেপ্তার করা হয়; পরে কারাগারের ভেতর মেলে তিনটি পিস্তল ও বেশ কয়েকটি ছুরি। দাঙ্গায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অক্টোবরে মোরেলোস রাজ্যের অন্য একটি কারাগারে দাঙ্গায় ৬ জন নিহত হয়েছিল।