মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস এর উদ্বোধন বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস ও একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান। এসময় শিক্ষক মুন্সী শাহারিয়ার হাসান, তিমির কান্তি দেবনাথ, সত্যজিত বিশ্বাস, শ্যামল চন্দ্র মন্ডল, বিএম রেজাউল হক, শেখ মাহবুব রহমান, শেখ মেহেদী ইসলাম সবুজ, নেটিজেন আইটি লিঃ এর জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হোসাইন, উপজেলা প্রতিনিধি প্রান্ত সাহা ও আশিক খান সহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।