মুলতানকে হারিয়ে ফাইনালে তামিমের লাহোর
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনিটরে শহিদ আফ্রিদির মুলতান সুলতানসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের লাহোর কালান্দার্স। ২৫ রানের জয় পাওয়া ম্যাচে তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৩০ রান
রোববার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছেন নেন মুলতানের অধিনায়ক আফ্রিদি। ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে লাহোর।
জবাবে ব্যাট করতে নেমে মুলতান ৫ বল হাতে থাকতেই ১৫৭ রানে অলআউট হয়ে যায়। ফলে ২৫ রানের জয় নিয়ে পিএসএলের ফাইনালে পৌঁছে যায় লাহোর।
আগের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ১০ বলে ১৮ রানের ঝড় তুললেও ইনিংস দীর্ঘায়ু করতে পারেননি তামিম। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচেও ঝড়ো ইনিংস উপহার দেন। ২০ বলে ৫টি বাউন্ডারিতে করেন ৩০ রান। তবে জুনায়েদের বলে ক্যাচ তুলে থেমে যায় তামিমের ইনিংস।
ফখর জামানের ৩৬ বলে ৪৬, সামিট প্যাটেলের ১৬ বলে ২৬, ডেভিড ওয়াইজের ২১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের হার না মানা ইনিংসে নির্দিষ্ট ওভার শেষে লাহোরের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান।
জবাবে ওপেনার লিথ ২৯ বলে ৫০ রানে দলকে এগিয়ে দিলেও ডেভিড ওয়াইজ এবং হারিস রউফের বোলিংয়ে এলোমেলো হয়ে যায় মুলতান সুলতান্স। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ১৫৭ রানে অলআউট হয়ে যায় আফ্রিদির মুলতান।