মুর্শিদাবাদে সিএএ’র বিরুদ্ধে আন্দোলনে গুলি, নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে ডাকা আন্দোলনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, বুধবার সিএএ এবং এনআরসি’র প্রতিবাদে মুর্শিদাবাদে ডাকা আন্দোলনে তৃণমূলের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এসময় দুর্বৃত্তদের গুলিতে দু’জনের মৃত্যু হয়। মৃত দুই ব্যক্তি হলেন, সানারুল বিশ্বাস (৬০) এবং সালাউদ্দি শেখ (১৭)। এছাড়া, আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।
তবে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। প্রাথমিকভাবে জানা গেছে, ‘নবজাগরণ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন বুধবার জলঙ্গি থানা এলাকার সাহেবনগরে সিএএ বাতিলের দাবিতে এবং এনআরসির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই সংগঠনে বিভিন্ন রাজনৈতির দলের কর্মীরা থাকলেও তারা মূলত অরাজনৈতিক একটি আন্দোলন তৈরির চেষ্টা করছিলেন।