December 21, 2024
আঞ্চলিক

মুরগির বিষ্ঠা সরাতে না দেওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নে ১নং ওয়ার্ডের আবদুল্লাহ আল মামুন গাজী, পিতা-নূর ইসলাম গাজী নামে এক সন্ত্রাসী দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার সাংবাদিক মোঃ আরিফুজ্জামান আরিফকে প্রাণনাশের হুমকি দিয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক আরিফ মামুনকে মুরগির বিষ্ঠা তার ঘেরের ক্যানেলে না ফেলার জন্য অনুরোধ করলে মামুন ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আরিফকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে আর বলে সে সাংবাদিক আরিফ এর মৎস্য ঘের কেটে মুরগির বিষ্টা বাহির করবে, মুরগির বিষ্ঠা ফেলতে না দিলে এখানে কিভাবে ঘের করে দেখে নিবে, ঘের করার স্বাদ মিটিয়ে দিবে। মুরগির বিষ্ঠা সরাতে না দিলে ঘেরে পুতে রাখবে এবং কয়েক দিনের ভিতর সাংবাদিক আরিফকে হত্যা করবে বলে হুমকি দিতে থাকে। মামুনের এই মুরগির খামারের বিষ্টা এর তুর্গন্ধে জন সম্মুখে দূর্ভোগ নেমে এসেছে। মুরগির বিষ্ঠা এর দুর্গন্ধতে সাধারণ জনগন হাটতে চলতে পারে না। তাই সাধারণ জনগন এই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে। যেন দ্রæত এই দুর্ভোগ হতে সাধারণ জনগন মুক্তি পেতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *