মুন্সীগঞ্জে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে বাইক আরোহী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
মুন্সীগঞ্জে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সদর উপজেলার মুক্তারপুর সেতুতে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই বিল্লাল শেখ জানিয়েছেন। নিহত সুমন মিয়া (২৩) নারায়ণগঞ্জের চরসৈয়দপুরের আব্দুল জলিল মিয়ার ছেলে।
এসআই বিল্লাল বলেন, সুমন মিয়া ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। ভালভাবে মোটরসাইকেল চালাতে পারতেন না। কিন্তু রাতে তিনি একাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনি হিনত হন। রাত পৌনে ২টার দিকে সুমনের বড় ভাই দ্বীন ইসলাম ও মামা জালাল মাদবরের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে তিনি জানান।