মুন্সীগঞ্জে মদপানের পর ৩ নারীর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
মুন্সীগঞ্জে মদপানের পর পরিচ্ছন্নতাকর্মীসহ এক পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তারা মারা যান। নিহতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ গ্রামের মন্টুর স্ত্রী চামেলী, চামেলীর বোন চায়না ও ফুফু জোসনা। চামেলী ও মন্টু মুন্সীগঞ্জের হোসেন্দী এলাকায় খান শিপ ইয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।
ওসি হারুন-অর-রশিদ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, চামেলী ও মন্টু ওই শিপইয়ার্ডের ভেতরে বাস করতেন। শুক্রবার চামেলীর বোন চায়না ও ফুফু জোসনা বেড়াতে আসেন। রাত ১১টার দিকে সবাই মিলে মদ পান করেন।
রাত ১২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। শনিবার সকাল ১০টার দিকে চামেলী ও চায়না মারা যান। বেলা ১২টার দিকে মারা যান তাদের ফুফু জোসনা। মন্টুর অবস্থাও আশংকাজনক বলে ওসি হারুন-অর-রশিদ চিকিৎসকের বরাতে জানিয়েছেন।