December 21, 2024
জাতীয়

মুন্সীগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রো চালকসহ নিহত ২

দক্ষিণাঞ্চল ডেস্ক

মুন্সীগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত আরও ছয়জন হয়েছেন। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, শনিবার বেলা ২টার দিকে বেজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জাহিদ (৩২) বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে। অন্যজনের নামও বলতে পারেনি পুলিশ।

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মাইক্রোবাসেটি ঢাকা যাচ্ছিল। বিপরীতমুখী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ছয় যাত্রী আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা বলেন, মাইক্রোবাসের যাত্রীরা ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে এসেছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার সময় তারা দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় বাসের যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন। পুলিশ মাইক্রোবাস ও বাস আটক করেছে। তবে বাসের চালককে ধরতে পারেনি।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, মাইক্রোবাসটি পরপর দুটি বাসকে ওভারেটেক শেষে তৃতীয় বাসকে যখন ওভারেটেক করতে যায় তখন বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে এই সংঘর্ষ হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *