মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ‘প্রতিবেশী দুই বন্ধু ডেকে নেওয়ার পর’ ছুরিকাহত এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত রিফাত দেওয়ান (১৭) উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের কামরুল দেওয়ানের ছেলে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র রিফাত।
কামরুল বলেন, রোববার রাত ৯টার দিকে শিশির ও শুভ নামে প্রতিবেশী দুই বন্ধু ব্যাডমিন্টন খেলার কথা বলে রিফাতকে বাড়ি থেকে ডেকে নেন। ছুরি মারা হয়েছে বলে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে এখনও থানায় অভিযোগ দেওয়া হয়নি।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) প্রাণবন্ধু বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ঢাকা থেকে আনা হচ্ছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।