January 4, 2025
আন্তর্জাতিক

মুদ্রা পাচার: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক

মুদ্রা পাচার মামলায় সাবেক প্রেসিডেন্ট আব্দুল­াহ ইয়ামিনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে মালদ্বীপের একটি আদালত। বৃহস্পতিবার রায়ে বিচারকরা জানান, ইয়ামিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি একটি কোম্পানিকে বেশ কয়েকটি দ্বীপ ভাড়া দেয়ার বিনিময়ে প্রাপ্ত ১০ লাখ ডলার ফি সরকারি অ্যাকাউন্টে না দিয়ে তিনি নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছিলেন।

ইয়ামিন প্রথম থেকেই কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালত চত্বরের বাইরে থাকা সাবেক প্রেসিডেন্টের সমর্থকরাও তাকে নির্দোষ দাবি করেছেন।

পাঁচ বছর দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করা ইয়ামিন গত বছরের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিরোধী প্রার্থীর কাছে পরাজিত হয়ে ক্ষমতা হারান। এরপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।

চীনপন্থি হিসেবে পরিচিত এ রাজনীতিকের বিরুদ্ধে বিরোধীরা মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্তার ও বড় একটি সেতু নির্মাণের কাজ বাজারদরের চেয়েও বেশি মূল্যে চীনা কোম্পানিগুলোকে দিয়েছেন বলে অভিযোগ করে আসছে। প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের (পিপিএম) এ নেতা এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে উড়িয়ে দিয়েছেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *