মুজিববর্ষ স্মারক সম্মাননা পেলেন কবি এস এম আব্দুর রহমান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে মুজিববর্ষ স্মারক সম্মাননা পেলেন খানজাহান আলী থানা শাখা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি এস.এম আব্দুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার ফুলতলা উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী ১২৪তম লেখক সম্মেলনে বিশিষ্ট কবি সাহিত্যিক ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি এস.এম আব্দুর রহমান বর্ষসেরা কবি মনোনীত হওয়ায় তার হাতে স্মারক সম্মাননা তুলে দেন গাঙচিলের কেন্দ্রীয় সভাপতি ও ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম রইজ উদ্দিন আহম্মদ।
এসময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন সুলতানা, ভাষা সৈনিক লোকমান হাকিম, গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আক্তার হোসেন, সহকারী কমিশনার ভুমি রুলি বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রিনা খাতুন, অধ্যাপক আজিজুল ইসলাম টিপু, সৈয়দ আশরাফ আলী প্রমুখ।