December 21, 2024
জাতীয়

মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন ২২-২৩ মার্চ

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণের কারণে মুজিববর্ষের অনুষ্ঠানমালায় কাটছাঁট হলেও সংসদের বিশেষ অধিবেশন চলবে। গতকাল বুধবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের বিশেষ অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ মার্চ রোববার সকাল ১১টায় শুরু হবে আইন সভার বিশেষ অধিবেশন, তা ২৩ মার্চ শেষ হবে।

২২ মার্চ অধিবেশনে বসার আগে সংসদ সদস্যরা ধানমÐি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। বিশেষে অধিবেশনের শুরুতেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব আনা হবে।

সংসদ সদস্যদের আলোচনার পর ২৩ মার্চ প্রস্তাবটি গৃহীত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্পিকার শিরীন শারমিত চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে ছিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, জাসদ নেতা হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির নেতা জি এম কাদের, প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে এবছরকে মুজিববর্ষ ঘোষণা করে নানা কর্মসূচি সরকার নেওয়ার পর গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই উপলক্ষে বিশেষ অধিবেশন বসানোর সিদ্ধান্ত হয়।

তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও এই সপ্তাহে নিশ্চিত হওয়ার পর অনুষ্ঠানমালায় কাটছাঁট আনা হয়। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ সীমিত কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষের উদ্বোধন হবে। বড় ধরনের জনসমাগমের সব কর্মসূচি আপাতত করা হবে না।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *