মুজিববর্ষে বঙ্গবন্ধুর মত মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলা করতে হবে
থানা আ’লীগের বিশেষ সভায় নগর সভাপতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জনতার দল বাংলাদেশ আওয়ামী লীগ। দেশ এবং জনগণ নিয়েই আওয়ামী লীগ। আর দেশ ও জনগণের মাঝে কোন দুর্যোগ নেমে আসলে আওয়ামী লীগের সকল সদস্য ওই সকল দুর্যোগ কবলিত মানুষের পাশে গিয়ে অবস্থান নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুকাল থেকেই এই দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আজ সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারীতে রূপ নিয়েছে। করোনায় আতংক নয়; সর্তকতার সাথে এই মহামারীর মোকাবেলা করতে সার্বক্ষনিক মানুষের পাশে থাকতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু যেভাবে যেকোন দুর্যোগে মানুষের পাশে থেকেছেন, তেমনি ভাবে আমাদেরকে মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলা করতে হবে। সুতরাং বঙ্গবন্ধু’র মত মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলা করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ শহিদুল ইসলাম, দৌলতপুর থানা সভাপতি শেখ সৈয়দ আলী, সোনাডাঙ্গা থানা সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খানজাহান আলী থানা সভাপতি শেখ আবিদ হোসেন, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সদর থানার সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, মহানগর যুব লীগ আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কর্মসূচি সীমিত আকারে করার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক ১৬ মার্চ হতে দলীয় কার্যালয়, সড়ক দ্বীপ সাজ সজ্জা ও আলোক সজ্জা করণ, ১৭ মার্চ সকাল ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে এবং খুলনা বেতারে বঙ্গবন্ধু’র ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কেককাটা ও দোয়া মাহফিল, নগরীর প্রত্যেক মসজিদে বিশেষ দোয়া, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, দিনব্যাপী দলীয় কার্যালয় সহ সকল ইউনিট কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, দুস্থদের মাঝে মিষ্টি ও খাবার বিতরণ, কেন্দ্রিয় কর্মসূচির সাথে সারাদেশে একযোগে রাত ৮টায় আতশবাজি করা হবে। সহযোগী সংগঠন অনুরূপ কর্মসূচি পালন করবে।