মুজিববর্ষের সূচনালগ্নে সুবিধাবঞ্চিতদের মাঝে নগর যুবলীগের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষ উপলক্ষে ২০২০ সালকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগেই “মুজিব বর্ষ” হিসেবে ঘোষনা দিয়েছিলেন। সারাদেশের ন্যায় খুলনা মহানগর আওয়ামী যুবলীগ মহান নেতা জন্ম শতবর্ষকে স্মরনীয় করে রাখায় লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় নগরীর বাস্তুহারা এলাকায় শীতবস্ত্র বিতরন করেছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হায়দার আলী, যুবনেতা কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মো. রাশেদুল ইসলাম, বেল্লাল হোসেন, সৈয়দ কামরুল ইসলাম, এনামুল হক বাবলু, দুলাল হোসেন, খান নুরুজ্জামান, ফরিদুল ইসলাম, শহিদুল ইসলাম, ফারুখ হোসেন, মোশারফ হোসেন, আফজাল হোসেন, ইব্রাহিম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।