January 22, 2025
আঞ্চলিক

মুজিববর্ষকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে

 

খালিশপুর থানা আ’লীগের বর্ধিত সভায় সিটি মেয়র

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা  সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও দেশের মানুষকে ভালবাসতেন বলেই রাজনীতি করতেন আর সেকারনেই জীবদ্দশায় রাজনীতির মাধ্যমে পরাধীনতার শৃংখল থেকে দেশকে স্বাধীন করে গেছেন।  জাতির জনকের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে হবে আর এই কাজটি করবে তৃণমুলের মুজিব আদর্শের কর্মীরা। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলা গড়ায় প্রধান অন্তরায় হলো অসৎপ্রকৃতির লোক। সেকারনে দলে কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী, জমিদখলকারী ও লুটেরাদের স্থান দেয়া হবে না।

গতকাল সন্ধ্যায় গোয়ালখালী কমিউনিটি সেন্টারে খালিশপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশ্যে  তালুকদার খালেক এ কথা বলেন। খালিশপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একেএম সানাউল্লাহ নান্নুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা।

সভায় আরো বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ মোঃ ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর, আমিনুল ইসলাম মুন্না, মুজিবুর রহমান মুজিব, জাহাঙ্গীর হোসেন, মোঃ গিয়াসউদ্দিন,  সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর, ওবায়দুর রহমান ডাবলু, সমীর কুমার সরকার, মঞ্জুরুল আলম মঞ্জু, ওয়ার্ড কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, মোমেরী সুফিয়া রহমান শুনু, এস এম মাহফুজুর রহমান লিটন, মোঃ মনিরুজ্জামান, মোঃ ডালিম হাওলাদার, পারভীন আক্তার, রহিমা আক্তার হেনা আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ, আঃ সাত্তার লিটন, মোঃ সফিউল্লাহ, ডাঃ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা শেখ হাফিজুর রহমান, জিয়াউল আলম খোকন, কামরুজ্জামান বাবলু, জাকির হোসেন, শেখ আসলাম আলী, কাজী শাফায়েত হোসেন প্যারেট, আব্দুল জব্বার মহিলা আওয়ামী লীগের শারমীন রহমান শিখা প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *