November 27, 2024
করোনাজাতীয়

মুজিবনগর লকডাউন

মুজিবনগরের ভবেরপাড়া গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইদ্রিস আলী শাহর দাফন কাজে অংশ নিয়ে এবার হোম কোয়ারেন্টিনে গেলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা অফিসার (ইউএফপিও) ডাক্তার রেজওয়ান আহমেদ।

এছাড়া মৃত ইদ্রিস আলী শাহর পরিবারের পাঁচজনকেও হোম কোয়রেন্টিনে নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ইদ্রিস আলী শাহ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান। সন্ধ্যায় ওই ব্যক্তির জানাযায় এলাকার পাঁচজন ঈমাম অংশ না নিয়ে পালিয়ে যান। পরে এসব কর্মকর্তারা মরদেহ জানাযা ও দাফনে অংশ নিয়ে তাকে সমাধিস্থ করেন।

এদিকে মুজিবনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও অপর একজন আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মেহেরপুর জেলা করোনা ভাইরাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলাকে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। এরপর দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *