November 25, 2024
জাতীয়

মুক্ত হলেন ভিয়েতনাম ফেরত আরও ৪৭ জন

ভিয়েতনাম ফেরত ৪৭ কারাবন্দি মুক্তি পেয়েছেন। আদালতের আদেশে মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

সম্প্রতি ভিয়েতনামের গিয়ে প্রতারণার শিকার হয়ে ১০৬ জন বাংলাদেশি দেশে ফেরত আসেন। দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা থাকলেও তুরাগ থানা পুলিশ তাদের গ্রেফতার দেখায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ জানান, গত ৫ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরতদের মধ্যে ১৯ জনকে পাঠানো হয়। আদালত থেকে তাদের মুক্তির আদেশ আসে। পরে তা যাচাই বাছাই করে আজ দুপুরে তাদের মুক্তি দেয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, গত ১ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরত ৩২ জনকে পাঠানো হয়। তাদের মধ্যে ২৭ জনের মুক্তির আদেশ পাওয়া গেছে। আদেশের কপি যাচাই বাছাই করে মঙ্গলবার দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। এ সময় তাদের সঙ্গে আনা জিনিসপত্রও বুঝিয়ে দেয়া হয়েছে।

কাশিমপুর হাইসিকউটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, এ কারগার থেকে ভিয়েতনাম ফেরত একজনকে দুপুর ১২টার দিকে মুক্তি দেয়া হয়েছে।

এর আগে গত শনিবার আদালতের নির্দেশে ২০ জনকে এ কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *