December 23, 2024
আঞ্চলিক

মুক্তির আহবান’র সভায় নুসরাত হত্যার ঘটনায় তীব্র নিন্দা

 

 

গতকাল বিকাল ৫টায় মুক্তির আহŸান (সামাজিক ও মানবতাবাদী সংগঠন)’র কেন্দ্রীয় কার্যালয়, ইসলামিয়া কলেজ রোড, বয়রায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রশান্ত কুমার হালদার।

সভায় নেতৃবৃন্দ বলেন, ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে প্রজ্জ্বলিত অগ্নিশিখায় যেভাবে দগ্ধভূত করে মারা হয়েছে; যা পৃথিবীর মানচিত্রে একটি নজিরবিহীন, পৈশাচিক, নারকীয় ও অমানবিক চিত্রের বহিঃপ্রকাশ, যা সমগ্র দেশ ও জাতি অবলোকন করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, মহান সৃষ্টিকর্তা নিজের প্রিয় মানবকে সৃষ্টি করেছে প্রার্থণার নিমিত্তে। কিন্তু দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় এইয়ে, কোথায় এই মানুষ। এত যে পিশাচ, নির্মম, বর্বর, দয়ামায়াহীন, এতটুকু আত্মকাতর নেই, নেই করুণা, নেই স্নেহাশীষ।

মুক্তির আহŸানের সকল নেতৃবৃন্দ নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *