মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমিতি’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিঃ-এর এক আলোচনা সভা সোনাডাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক উম্মে সাউদা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাৎ হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মুন্সী গাউসুল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস ফকির, বীর মুক্তিযোদ্ধা আবুবকর খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, মাসিক নতুনতারা সম্পাদক সাইফুর মিনা, সমিতির সহ-সভাপতি মনিরা সুলতানা, সহ-সম্পাদক নজরুল ইসলাম, শেখ এনামুল হক হৃদয়, দেশ বাংলা একাডেমির সভাপতি এড. মেহেদী ইনছার, মোঃ শামসুল হক, নূর ইসলাম, হাফিজা বেগম, মনিরা আক্তার প্রমুখ।