December 26, 2024
আঞ্চলিক

মুক্তিযোদ্ধা শেখ শহীদুল হকের মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের দোয়া

খবর বিজ্ঞপ্তি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি, খুলনা মহানগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের পিতা শেখ শহীদুল হকের ১৫তম মৃত্যুবাষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।
গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময় তিনি স্মৃতিচারণ করে বলেন, মহান মুক্তিযদ্ধের পূর্ব ও পরবর্তী সময়ে খুলনাঞ্চলকে সংগঠিত করতে যে কয়েকজন লোক কাজ করেছেন তার মধ্য শেখ শহিদুল হক অন্যতম। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দলের প্রয়োজনে কাজ করেছেন।
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আদালতের পিপি শেখ এনামুল হক, খুলনা জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, এস এম মোস্তফা, নাইমুল ইসলাম নাঈম, মনিরুল ইসলাম, ফয়সাল আহমেদ অপু, খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সোহেল বিশ্বাস, মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ৈ সজল, মাহামুদুল হাসান শাওন, হিরক কুমার গাইন, শেখ মোহাম্মদ, কামরুজ্জামান ইমরান, আলিমুল জিয়া, সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া, মাহামুদুর রহমান রাজেশ, এম এ হোসেন সবুজ, আসাদুজ্জামান সানি, আহনাফ অর্পন, মোঃ রাজু হোসেন, মশিউর রহমান বাদশা, এস এম সাঈদুজ্জামান, রেদোয়ান মারুফ, রুবায়েত ইসলাম জুয়েল, শরিফুল ইসলাম বাবু, মেহেদী হাসান সুজন, শেখ টিপু সুলতান, রেজওয়ানুল ইসলাম, মেহেদী হাসান স্বপন, বায়জিদ সিনা, বখতিয়ার খলজি, চয়ন বালা, জাহিদুর রহমান জাহিদ, তায়েজুল ইসলাম তাজ, জনি বসু, মোঃ মামুনুর রহমান, রুমান আহমেদ, ইয়াসিন আরাফাত, ইব্রাহিম বন্দ, মাসুদ আহমেদ সজল, সোহেল শেখ, রাজিউন ইসলাম রাজু, উৎপল কুমার ঘোষ, আবু হামজা অনিক, আবিদ আল হাসান, রাব্বি আহমেদ রানা, শেখ সোহেল, আব্দুস সালাম, রাসেল সিকদার, রফিকুল ইসলাম রফিক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ রফিকুল ইসলাম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *