মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
দিঘলিয়া প্রতিনিধি
গতকাল দিঘলিয়া উপজেলার সেনহাটি কবি কৃষ্ণ চন্দ্র ইনষ্টিটিউট (কেসিআই ক্লাব) মাঠ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ স্মৃতি ১৬ দলীয় শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অবসরপ্রাপ্ত একাদশ শেখ সাহেব একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হয়।
দিঘলিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম (রিতা) সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: ফরহাদ হোসেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দিঘলিয়া উপজেলা ৪নং সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: সামসুল হক, আওয়ামী লীগ নেতা মো: ইসমাইল হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মো: রওশনারা আজাদ, ইউপি সদস্য মো: আলী মিন্টু, মহিলা ইউপি সদস্য রওশনারা রিনি, মো: ইমরাত মোল্যা।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: নাসির উদ্দিন, মো: শাওন মাহমুদ, ফোরকান আহমেদ রনি, মো: রিয়াজুল ইসলাম রিয়াজ, কাজী মিজান, আ: হাই সোহেল, মাস্টার মো: সাজ্জাদ হোসেন, মো: মোরাদ হোসেন লিটন, মো: শামীম ইসলাম, মো: সালাউদ্দিন সেন্টু, শেখ মো: রওশনারা ববিসহ সর্বস্তরের দলীয় নেতৃবৃন্দ। উক্ত টুর্নামেন্ট পরিচালনা করেন মো: রবিউল ইসলাম।