মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের টেলিছবি ‘আরজ আলী ডাকাত’
বিয়ের অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়ি ফেরার পথে স্বামীসহ সবাইকে হত্যা করে নববধূ সফুরাকে তুলেন নিয়ে যায় আরজ আলীর ডাকাত দল। ঘটনাচক্রে একসময় এই আরজ আলীর কাছেই আশ্রয় মেলে সফুরার। তারপর শুরু হয় তাদের দু’জনের সংসার।
এমন হৃদয়স্পর্শী গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘আরজ আলী ডাকাত’। আসাদুজ্জামান সোহাগের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন বর্ণনাথ। এতে অভিনয় করেছেন অভিনেতা গাজী রাকায়েত ও অভিনেত্রী ফারজানা ছবিসহ আরও অনেকে।
নির্মাতা জানান, ২০১৯ সালে পাল্টেছে সময় ও মানুষের রঙ। কিন্তু যুদ্ধ ও জীবনের গল্প এখনও চলমান। কাল থেকে কালান্তরে, যা আজকের প্রজন্ম জানতে পারে আরজ আলীর কাছ থেকে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে টেলিছবি ‘আরজ আলী ডাকাত’ প্রচার হবে।