January 22, 2025
আঞ্চলিক

মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদ নিয়ে মিন্টুর সংবাদ সম্মেলন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদ নিয়ে সংবাদ সম্মেলন করেছে মোয়াজ্জেম হোসেন মিন্টু। গতকাল সোমবার দুপুর ১২টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। মিন্টু পৌরসভার গোপিনাথপুর গ্রামের এনতাজউদ্দীনের সন্তান। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে বলেন, বেশ কিছুদিন যাবৎ ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু লোক আমার নামে মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদে নাম দিয়ে বিভিন্ন পোস্ট এবং সংবাদ পরিবেশন করছে। যাহা মিথ্যা, ভিত্তিহিন ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমি বহুদিন আগে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে কিছুটা জড়িত ছিলাম। বেশ কিছু বছর আগে আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে মুকসুদপুর আওয়ামী লীগে যোগদান করি। বর্তমানে আমি একজন আওয়ামী লীগের কর্মী। বিএনপির কোন কমিটির সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।  সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন মুকসুদপুর পৌর বিএনপির কমিটিতে আমার নাম অন্তর্ভূক্ত করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনারা আপনাদের লেখনি ও প্রচারের মাধ্যমে বিষয়টি তুলে ধরলে কৃতজ্ঞ থাকবো।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *