মুকসুদপুরে সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা ও সেলাই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ কার্যালয়ে সেলাই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।