মুকসুদপুরে সততা স্টোরের উদ্বোধন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে কমলাপুর আলিম মাদরাসায় সততা স্টোরের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সকালে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই সততা স্টোরের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর পৌর এ্যাড. আতিকুর রহমান মিয়া।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন, মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত আলী মোল্যা, কমলাপুর আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সরদার মজিবুর রহমান, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর সাইফুল আজম খবির। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ আলী মোল্যা জানান, এসময় ২০হাজার টাকা মূল্যের ৩০ ধরনের শিক্ষাপকোরন দিয়ে সততা স্টোর সাজানো হয়। তিনি আরো বলেন এই সততা স্টোরের কোন বিক্রেতা থাকবে না শিক্ষার্থীরা পণ্য নিয়ে পণ্যের নির্ধারিত টাকা বাক্সের মধ্যে রেখে যাবে। এই সততা স্টোরের মধ্য দিয়েই শিক্ষার্থীরা তাদের নৈতিক শিক্ষার চর্চা করতে পারবে।