January 22, 2025
আঞ্চলিক

মুকসুদপুরে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার আর নেই

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল­াহি … রাজিউন)। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশন বিটিভির সাংবাদিক জিহাদুর রহমানে পিতা। বুধবার সন্ধ্যায় ঢাকার সম্মিললিত সামরিক হাসপাতাল (সিএমইচ) এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। সে দীর্ঘদিন শ্বাসকস্ট, কিডনি, বয়োবৃদ্ধজনিত নানান রোগে ভুগছিলেন। ৭ছেলে ৪ মেয়ে, অসংখ্য নাতি নাতনি, গুনগ্রাহী মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেলে রাস্ট্রীয় মর্যাদা, মুক্তিযোদ্ধাদের বিশেষ মর্যাদা ও নামাজের জানাযা শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ  আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল কমির সেলিম এমপি. মুহাম্মদ ফারুক খান এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাব সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সুর্য, সম্পাদক সোহেল হায়দার চৌধুরি, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, মুকসুদপুর সংবাদ সকল সাংবাদিক, মুকসুদপুর প্রেসক্লাব সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *