মুকসুদপুরে মাদরাসার অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কমলাপুর আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা, দাতা, অধ্যক্ষ নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মাদরাসার গভর্নিং বডির সদস্যদের আয়োজনে মাদরাসা প্রাঙ্গনে দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর পৌর এ্যাড. আতিকুর রহমান মিয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ আলী মোল্যা, মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আযাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, কমলাপুর আলিম মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, শিক্ষক হায়দার হোসেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সরদার মজিবুর রহমান, পৌর কাউন্সিলর সাইফুল আজম খবির। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম।