মুকসুদপুরে মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাবার বিষয়ক অবহিতকরণ সভা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহারের সরঞ্জামাদি আইন ও এর বিধিমালা বিষয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন ও জন স্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান অবহিতকরণ সভার আয়োজন করে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রায়হান ইসলাম শোভন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপশী রানী দুর্গ, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা রোকনুজ্জামান ও ওমর ফারুকসহ মুকসুদপুর উপজেলার সরকারী বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সহকারী প্রগ্রাম ম্যানেজার আকবর হোসেন বলেন, গুড়া দুধের অপকারিতা বিষয়ে এবং শিশু খাদ্য বিষয়ে বিভিন্ন ব্র্যান্ডের গুড়াদুধ আমদানি স্থানীয়ভাবে উৎপাদন, বিপণন, বিক্রয়, বিজ্ঞাপন মুদ্রণ করা যাবে না বলে সভায় অবহিত করেন। মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য বা তার ব্যবহারের সরঞ্জামাদির কারণে কোনো শিশুর অসুস্থতা বা মৃত্যু হলে কোম্পানি ৫০ লক্ষ টাকা জরিমানা ও ১০ বৎসরের কারাদন্ড বিধান রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডাঃ বিশ্মদেব মন্ডল।