মুকসুদপুরে বোরো ধান ও গম ক্রয় কার্যক্রম উদ্ধোধন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বোরো ধান ও গম ক্রয় কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার সিন্দিয়াঘাট খাদ্য গুদামে ক্রয় কার্যক্রম উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হানিফ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, রাঘদী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ও সাংবাদিকবৃন্দ।