মুকসুদপুরে বিশ্ব মা দিবসে আলোচনা সভা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাপশী বিশ্বাস। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি অফিসার নিটল রায়, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া, সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুকসুদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক হুসাইন আহমদ কবির প্রমুখ। বক্তারা মায়েদের জন্য সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনার পাশাপাশি পরিবারের সকলকে মায়েদের প্রতি সহমর্মিতা প্রকাশের আহবান জানান। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মায়েরা উপস্থিত ছিলেন।