মুকসুদপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তহ পালন করা হয়েছে। “এন্টিবায়োটিকের সফলতার, আপনি আমি অংশীদার” এই ¯েøাগানকে সামনে রেখে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট ভারাইল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রন কর্মসূচির মধ্য দিয়ে এন্টিবায়োটিক সপ্তাহ পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহাবুর রহমান। সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিউল-হাবিব, ডাঃ আমির হোসেন, ডাঃ ফজলুল করিম শোভন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সচিন্দ্রনাথ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাৎদ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার দেব কুমার সাহা প্রমুখ।