মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পৌরসভার কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয় দুপুরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আশুরা সুলতানা শিরিন, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, আরিফা রহমান রতœ, সাংবাদিক ছিরু মিয়া, কাজী ওহিদুল ইসালাম প্রমুখ। পরে ৩৩ ইভেন্টে বিজয়ী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে লাকী কুপণ ড্র ও পুরষ্কার বিতরণ করা হয়।