মুকসুদপুরে পূর্ব শত্র“তার জেরে হামলা-ভাংচুর-লুটপাট
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রæতার জেরে হামলা নারী সহ আহত দুই বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়েরের ঘটনা ঘটেছে। ১৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আইকদিয়া গ্রামের আল আমিন তালুকদারের স্ত্রী নাজমা বেগম জানান ঘটনার দিন বিবাদীরা আমাদের উপর হামলা করে আমাকে ও আমার চাচাতো ভাইয়ের উপর হামলা করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে।
এসময় তারা নগদ ৭৫ হাজার টাকা, ৪৫ হাজার টাকা মূল্যের স্বর্নালংকার ও বাড়ি ঘর ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি করে। পরে নাজমা বেগম বাদী হয়ে একই গ্রামের মুন্নু শেখ, এলাহী শেখ, মানিক শেখ, চম্পা বেগম, চামেলী আক্তার, রিনা বেগমকে আসামী করে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান এঘটনায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।