মুকসুদপুরে পানিতে পড়ে নারীর মৃত্যু
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে পড়ে সুচন্দ্রা বৈরাগী (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় উপজেলার দক্ষিন বানিয়ারচরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নিহত সুচন্দ্রার মৃগী রোগ থাকায় বাড়ির পাশে একটি খালে কাপড় ধুতে গেলে পানিতে পড়ে গিয়ে তিনি মারা যান। সুচন্দ্রা বানিয়ারচরের বসন্ত মন্ডলের স্ত্রী। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই মহিদুল ইসলাম ওই মহিলা পানিতে পড়ে মারা যাবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।