মুকসুদপুরে ট্রাক থেকে এক্সক্লেভেটর নামাতে গিয়ে চালক নিহত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক থেকে এক্সক্লেভেটর নামাতে গিয়ে তুহিন মন্ডল (২৭) নামে এক এক্সক্লেভেটর চালকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ দিকে উপজেলার আইকদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন মন্ডল পাবনা জেলার পাইককান্দি কাজীরহাট এলাকার সাইজউদ্দিন মন্ডলের ছেলে।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বিশ্বাস জানান, পাবনা জেলা থেকে ট্রাক যোগে মুকসুদপুর উপজেলার আইকদিয়া প্রাইমারি স্কুলের নতুন ভবনের কাজ করার জন্য এক্সক্লেভেটর (ভেকু) নিয়ে আসে তুহিন মন্ডল ও তার ভগ্নিপতি আজিজুল। পরে ট্রাক থেকে এক্সক্লেভেটর নামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এসময় ভেকুর ড্রাইভিং সিটে থাকা তুহিন মন্ডল ভেকুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে।