মুকসুদপুরে ট্রাইকো কম্পোষ্ট উৎপাদনে কৃষি মাঠ দিবস
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনটিপি-২) এর আওতায় ট্রাইকো কম্পোষ্ট উৎপাদনে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ট্রাইকো কম্পোষ্ট উৎপাদনে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ (এইও) অফিসার উজ্জল সাহা। উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার রিজভী শাহারিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার রুহুল কুদ্দুস, দেবাশীষ কুমার রায়, কৃষক শাজাহান শেখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউপি সদস্য ওমর আলী।
উপজেলা কৃষি সম্প্রসারণ (এইও) অফিসার উজ্জল সাহা বলেন ট্রাইকো কম্পোষ্ট সার সম্পূর্ণ একটি নতুন পদ্ধতী। এটা অতি পরিবেশ বান্ধব। সহজেই উৎপাদন করা সম্ভব। এটা উৎপাদন করতে লাগে কচুরীপনা, ধানের খড়, কাঁচা গোবর, ধানের তুষ, ছাই এবং কয়েকটি রিং।