মুকসুদপুরে জীবন বীমার প্রশিক্ষণ উদ্বোধন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে জীবন বীমা কর্পোরেশনের নতুন কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা ফারুক মিলানায়তনে প্রশিক্ষণের উদ্বোধন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন।
প্রশিক্ষণ প্রদান করবেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার ট্রেনিং শওকত আলী চৌধুরী, ম্যানেজার উন্নয়ন প্রসাসন ফারুক আহমেদ। প্রশিক্ষণ পরিচালনা করবেন মুকসুদপুর শাখা ব্যবস্থাপক ওমর আলী মুন্সী। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র প্রদান করা হবে।